পঞ্চগড়ের টুনিরহাট বাজারের বণিক সমিতির সভাপতিসহ ৬ প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এর প্রতিবাদে সোমবার (১৪ মার্চ) রাতে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারের বটতলিতে বণিক সমিতির নেতৃবৃন্দ,ব্যবসায়ী ও দোকান মালিকগণ প্রতিবাদ সভার আয়োজন করে।
জানাযায়, কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজীপাড়া গ্রামের বিধবা জরিনা বেগমের দোকান ঘর ভাড়া নিয়ে কামাতকাজল দিঘী ইউনিয়নের বোয়ালমারী গ্রামের ইউসুফ আলী ব্যবসা করে আসছিল। দীর্ঘদিন ধরে ভাড়া না দিয়ে দোকান ঘরটি নিজের বলে দাবী করে। এদিকে ঘর ফেরত চেয়ে টুনিরহাট বাজার বণিক সমিতিতে গত ১৪/২/২০২২ইং একটি আবেদন করেন জরিনা বেগম। বণিক সমিতির সভাপতিসহ প্রতিনিধিরা ইউসুফ আলীকে ঘর মালিককে ভাড়াটিয়া ঘরটি ফেরত দেয়ার জন্য বলে। ভাড়াটিয়া ইউসুফ আলী আজ দিব কাল দিবো বলে কালক্ষেপন করতে থাকে।
ভাড়াটিয়া ইউসুফ দোকান মালিককে ঘর ফেরত না দিয়ে উল্টো গত ৮ মার্চ ভাড়াটিয়া ইউসুফ আলী ৩ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগে টুনিরহাট বাজারের ব্যবসায়ী জাবের আলী (৪২), হারুন (৩৫), মকছেদ আলী(৪০), টুনিরহাট বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা(৩৮), টুনির হাট বাজার বণিক সমিতির ক্রীড়া সম্পাদক পরিতোষ(৩৮), টুনির হাট বণিক সমিতির সভাপতি আবেদ আলীর(৫৫) নামে বিজ্ঞ আমলী আদালত-১ এ একটি চাঁদাবাজীর মামলা দায়ের করে ইউসুফ আলী।
এদিকে মামলা দায়ের করার কথা জানতে পেরে টুনিরহাট বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ,ব্যবসায়ী ও দোকান মালিকগণ প্রতিবাদ সভার আয়োজন করে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আল তারিক, কাজলদিঘী কালিয়াঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও টুনিরহাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মমিন, কামাত কাজলদীঘি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, টুনিরহাট বাজার বণিক সমিতির সভাপতি আবেদ আলী শাহ, ক্রীড়া সম্পাদক পরিতোষ শর্মা, ভুক্তভোগীর সন্তান জাকারিয়াসহ ঘর মালিক ও ব্যবসায়ীরা।
বক্তারা বলেন, অবিলম্বে টুনিরহাট বাজার বণিক সমিতির সভাপতিসহ ৬ প্রতিনিধির নামে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সে মামলা দ্রুত প্রত্যাহার করা না হলে তারা কঠোর আন্দলনের হুশিয়ারী দেন তারা। বক্তারা আরো হুশিয়ারি দেন মিথ্যা, বানোয়াট মামলাটি যদি প্রত্যাহার করা না হয় তাহলে টুনিরহাট বাজারের সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।