ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ |

EN

শিমুলতলায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২

শিমুলতলায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
কিশোরগঞ্জের পার্শবর্তী কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়ার শিমুলতলা গ্রামে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দানাপাটুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছিদ্দিক হোসাইন জানিয়েছেন, সোমবার রাতে উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের শিমুলতলা গ্রামের উজানিয়াবাড়ির জামাল উদ্দিনের বসতঘরে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে যায়। অগ্নিকাণ্ডে জামাল উদ্দিনের ৩টি ঘর, ৫টি গরু, মুসলিমের ছেলে পট্টু মিয়ার ১টি ঘর, রশিদের ১টি ঘর, ওসমানের ২টি ঘরসহ নগদ টাকা পয়সা, আসবাবপত্রসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দানাপাটুলি ইউনিয়ন পরিষদ পর্যন্ত পৌছলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নেন। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের নির্ধারিত মোবাইল ফোনে যোগাযোগ করা কর্তব্যরত ফায়ারম্যান পংকজ জানিয়েছেন, রাতেই খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে দানাপাটুলি ইউনিয়ন পর্যন্ত পৌছলে জানতে পাই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে এনেছেন। তাই আর দুর্গম এলাকা বলে ঘটনাস্থলে যাওয়া যায়নি। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নির্ণয় করা যায়নি বলে জানিয়েছেন।