ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

ফুলবাড়ী সিমান্তে বিজিবি’র অভিযানে মাদক সহ যুবক আটক

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: শনিবার, মার্চ ৫, ২০২২

ফুলবাড়ী সিমান্তে বিজিবি’র অভিযানে মাদক সহ যুবক আটক
দিনাজপুরের ফুলবাড়ী সিমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে নিতাই রায়(৩৫) নামে এক যুবক কে আটক করেছে বিজিবি। আটক নিতাই রায়,উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরিহাট এলাকার তরণী কান্ত রায় এর ছেলে।

বিজিবি সুত্রে জানা গেছে,গতকাল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক শে: কর্ণেল মো: শরিফুল্লাহ আবেদ এর নির্দেশ মোতাবেক,রসুলপুর বিওপির নায়েব সুবেদার মো: শফিকুল ইসলাম এর নেতৃতে সংঙ্গীয় বিজিবি সদস্যরা উপজেলার কাজিহাল ইউনিয়নের রসুলপুর সিমান্ত এলাকায় অভিযান চালিয়ে নয় বোতল এমকেডিল, এগারো বোতল ফেনসিডিল এবং আট পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ নিতাই রায় কে আটক করে ফুলবাড়ী থানায় সপোর্দ করেন। 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. ফখরুল ইসমলাম জানান, মাদক সহ নিতাই রায়(৩৫) নামে এক যুবক কে আটক করে উদ্ধাকৃত মাদক সহ থানায় সপোর্দ করেছেন বিজিবি। শুক্রবার দুপুরে বিজিবি বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। যার মামলা নং (৩)। আটক ব্যাক্তিকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মো: শরিফ উল্লাহ আবেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিমান্ত এলাকায় মাদক চোরা চালানের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সিমান্ত রক্ষায় বিজিবি সদস্যরা সার্বক্ষণিক ততপর রয়েছেন। এধরনের অভিযান অব্যাহত থাকবে।