ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ |

EN

অস্ত্র বিক্রি করতে গিয়ে মুরগি মিলনসহ দুইজন র‌্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, ফেব্রুয়ারী ২৫, ২০২২

অস্ত্র বিক্রি করতে গিয়ে মুরগি মিলনসহ দুইজন র‌্যাবের হাতে আটক
ক্রেতার ছদ্মবেশী র‍্যাবের কাছে অস্ত্র বিক্রি করতে গিয়ে খাগড়াছড়ির রামগড়ে হাতেনাতে আটক হয়েছে আব্দুর রহিম প্রকাশ ওরফে মুরগি মিলন (২৭) ও আমানুল হক সোহেল (২৮) নামে দুই যুবক। আটককৃত মুরগী মিলন রামগড় পৌরসভার নদীরকূলের আবু তাহেরের ছেলে ও সোহলে মাস্টারপাড়ার মৃত এবায়দুলের ছেলে।

বৃহস্পতিবার রামগড় পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাস্টারপাড়া সিনেমাহল বাজারের একটি ফার্নিচার দোকান থেকে একটি বিদেশী পিস্তল ও গুলিসহ তাদের আটক করা হয়। 

থানার ওসি (তদন্ত) রাজীব কর বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ আসামি আব্দুর রহিম প্রকাশ মুরগি মিলন (২৭) ও আমানুল হক সোহেল(২৮)কে থানায় হস্তান্তর করেছে র‍্যাব ৭ এর ফেনী ক্যাম্পের সদস্যরা। এ সময় ফেনী র‍্যাব-৭ এর নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।