সিমান্তের কোল ঘেষা উত্তরের জেলা দিগনাজপুরের ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় বিজিবি কড়া নজরদারী করেছেন বলে জানিয়েছেন বিজিবি কতৃপক্ষ।
ফুলবাড়ী বিজিবি সদর দপ্তর সুত্রে জানা গেছে,ফুলবাড়ী ২৯ বিজিবির আওতায় উপজেলার রুদ্রানী, জলপাইতলী, আমড়া, কাঁটলা ও দেশমাসহ অন্যন্য সীমান্ত এলাকায় চোরাচালান দমনে বিজিবি কঠোর নজরদারী রাখছেন। বর্তমান সীমান্ত এলাকায় চোরাচালান শূন্যের কোঠায়। সেই সাথে চোরাকারবারীদের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে বিজিবি সাড়াশি অভিযান শুরু করেছেন। গত বছরের ১লা জানুয়ারী থেকে এবছরের ৩১ শে জানুয়ারী পর্যন্ত সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ৩৭ লক্ষ ৭৩ হাজার টাকার অধিক পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেন বিজিবি । সেই সাথে বেশ কিছু চোরাকারবারীদের বিরুদ্ধে চোরাচালানের মামলা দায়ের করেন। বর্তমান সীমান্ত এলাকায় চোরাচালান রোধ কল্পে ফুলবাড়ী ২৯ বিজিবির সদস্যরা দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায় লে: কর্নেল মোঃ শরীফউল্লাহ আবেদ (এসজিপি) জানান, আমি যোগদান করার পর ফুলবাড়ী ২৯ বিজিবির আওতায় ৮২ কিলোমিটার সীমান্ত এলাকায় চোরাচালান রোধ কল্পে,নারী ও শিশু পাচার রোধ এবং সীমান্ত হত্যা বন্ধে সীমান্ত এলাকায় সচেতনতা মুলক উঠান বৈঠক করেছি। বর্তমানে তা শূন্যের কোঠায় এনেছি। সীমান্ত চোরাচালন বন্ধে আমাদের সীমান্ত রক্ষীরা সীমান্ত রক্ষায় দিন-রাত কঠোর পরিশ্রম করছেন। মাননীয় প্রধান মন্ত্রীর প্রদত্ত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিশ্চিত কল্পে আমরা কাজ করে যাচ্ছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে।