আটোয়ারী(পঞ্চগড়)পঞ্চগড়ের আটোয়ারীতে বিপুল সংখ্যক বিক্রয় নিষিদ্ধ জন্ম নিরোধক 'সুখী' নামের ট্যাবলেট সহ আলী হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ।
আটককৃত আলী হোসেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের আফাজ উদ্দিন এর পুত্র। সে ঐ গ্রামের পেশাদার মাদক ব্যবসায়ী।
বুধবার (০৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে তার বসত ঘরের খাটের নিচ থেকে একটি কাপড়ের ব্যাগে বিক্রয় নিষিদ্ধ জন্ম নিরোধক 'সুখী' নামের ট্যাবলেট আটক করা হয়।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে আটোয়ারী থানার এসআই মোকাররমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওয়ারেন্ট তালিমের উদ্দেশ্যে অভিযান চালিয়ে আলী হোসেনের বসতবাড়ি ঘেরাও করে তাকে আটক করে এবং তার বসত ঘরের খাটের নিচ থেকে একটি কাপড়ের ব্যাগে থাকা ৪১,১৬০ পিস 'সুখী' নামের বিক্রয় নিষিদ্ধ জন্ম নিরোধক ট্যাবলেট উদ্ধার করে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, আসামি আলী হোসেনের বিরুদ্ধে পঞ্চগড় আদালতে আরো ৩ টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে এবং আটোয়ারী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তার একটি মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য যে, আসামি আলী হোসেন বিক্রয় নিষিদ্ধ ট্যাবলেট গুলো গোপনে কমদামে সংশ্লিষ্ট দপ্তরের অসাধু কর্মচারীর নিকট হতে ক্রয় করে তা ইয়াবা ও হেরোইনের সাথে মিক্সড করে সেবনকারীদের নিকট বিক্রয় করে বলেন জানায়।