ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ |

EN

ভোলায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ২ মেম্বার প্রার্থী আটক

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, জানুয়ারী ৬, ২০২২

ভোলায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ২ মেম্বার প্রার্থী আটক
ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চৌমুহনী মুসলিম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মেম্বার প্রার্থী শাহিন মাল ও হুমায়ুন কবিরকে আটক করা হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রে প্রভাব বিস্তার নিয়ে কথা কাটাকাটি ও মেম্বার প্রার্থী হুমায়ুন কবিরের পিতাকে প্রতিপক্ষ শাহিন মালের সমর্থকরা মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে চৌমুহনী বাজার এলাকায় দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত কর্মীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া করে। এ সময় বেশ কয়েকজনকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। এ সময় কিছু সময়ের জন্য ভোট গ্রহণ বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম জানান, কেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ২ মেম্বার প্রার্থীকে আটক করা হয়েছে।
এছাড়াও রাজাপুর ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।