ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

ঢাকা দলে তামিম-মাহমুদুল্লাহ, যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক | আপডেট: সোমবার, জানুয়ারী ৩, ২০২২

ঢাকা দলে তামিম-মাহমুদুল্লাহ, যা বললেন মাশরাফি
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে চমক দিয়েছিল বিসিবির দল ঢাকা। একই দলে খেলছেন তামিম, মাহমুদুল্লাহ ও মাশরাফি। মাহমুদুল্লাহকে সরাসরি সাইন করানোর পর তামিমকে প্রথম ডাকে এবং মাশরাফিকে তৃতীয় ডাকে দলে নেয় ঢাকা। 

বিপিএলে তামিম, মাশরাফি ও মাহমুদুল্লাহ প্রথমবার খেলবেন একই জার্সিতে। ত্রয়ীর রসায়নে ঢাকা নিশ্চিতভাবে এগিয়ে। তাদেরকে চ্যাম্পিয়ন হিসেবেও দেখছেন অনেকে। 

নিজেদের বোঝাপড়া ও একই ছাদের নিচে আবার একত্রিত হওয়ায় বেশি উচ্ছ্বসিত মাশরাফি বলেন, ‘ওদের সাথে আমি নতুন না। তিন জন একসাথে খেলবো, আমাদের বোঝাপড়া মুখস্থ। এটা নিয়ে কোনও সমস্যা নেই। আমিতো ২০১৭ থেকেই টি-টোয়েন্টিতে নেই। তামিম তো বিশ্বকাপে খেলেনি। কিন্তু তামিম অনেক বড় একটা নাম দেশের ক্রিকেটে। কিন্তু কতটুকু ইমফ্যাক্ট থাকবে সেটা মাঠের ক্রিকেটে বোঝা যাবে। মাহমুদুল্লাহ ভিন্ন ধরণের, সে এখন দলের অধিনায়ক এবং দেশের টি-টোয়েন্টিতে অন্যতম সেরা পারফর্মার।’