ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

প্রধান নির্বাচকের পদ থেকে সরে গেলেন মমতাজ

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, ডিসেম্বর ২৯, ২০২১

প্রধান নির্বাচকের পদ থেকে সরে গেলেন মমতাজ
পাকিস্তানের নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন উরুজ মমতাজ। নির্বাচক প্যানেলের নতুন প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আসমাভিয়া ইকবাল। সহকারী নির্বাচক হিসেবে তাকে সহায়তা করবেন সেলিম জাফর ও তৌফিক উমর। 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

এ ব্যাপারে পিসিবি চেয়ারম্যান ও বিশ্বকাপজয়ী সাবেক তারকা ওপেনার রমিজ রাজা বলেন, নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেদে দীর্ঘদিন ভূমিকা পালন করা উরুজ মমতাজকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমাদের নারী ক্রিকেটকে এগিয়ে নিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার নিরলস প্রচেষ্টার জন্য পিসিবি কৃতজ্ঞ। আমরা তার ভবিষ্যতের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাই।

২০১৯ সালের মার্চ থেকে পাকিস্তানের নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন উরুজ মমতাজ। বিদায়ী বক্তৃতায় তিনি বলেন, নির্বাচক কমিটির প্রধান হয়ে নারী ক্রিকেটের অগ্রগতিতে অবদান রাখা একটি চমৎকার অভিজ্ঞতা। আমাকে এ সুযোগ দেওয়ার জন্য পিসিবির কাছে কৃতজ্ঞ।