ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

রাজধানীতে আ.লীগের শোক মিছিল শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | আপডেট: শুক্রবার, আগস্ট ২, ২০২৪

রাজধানীতে আ.লীগের শোক মিছিল শনিবার
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শনিবার রাজধানীতে শোক মিছিল করবে বাংলাদেশ আওয়ামী লীগ। বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এ মিছিল শুরু করবে দলটি। পরে মিছিলটি শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে। 

এতে দলের কেন্দ্রীয়, মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগ উপদপ্তর সম্পাদক সায়েম খান। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহিদের স্মরণে শুক্রবার বিকালে ‘শোক মিছিল’ করার কথা ছিল। পরবর্তীতে তা একদিন পিছিয়ে শনিবার করা হয়। 

এদিকে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, দোয়া ও মিলাদ, বৃক্ষরোপণ কর্মসূচি, যুব সমাবেশসহ নানা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ ও এর সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।