ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

স্ত্রীকে আদর করে বাবু বলে ডাকা যাবে কী

ধর্মকথা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, ফেব্রুয়ারী ৬, ২০২৪

স্ত্রীকে আদর করে বাবু বলে ডাকা যাবে কী

ফাইল ছবি

প্রশ্ন: আদর করে স্ত্রীকে বাবু বলে ডাকা যাবে কী?

উত্তর: স্ত্রীর আসল নাম ছাড়া পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায় এমন অর্থবহ বৈধ নামে ডাকা নাজায়েজ নয়। নবীজি (সা.)-এর পবিত্র জীবনীতেও এর উদাহরণ রয়েছে। এক বর্ণনায় আয়েশা (রা.) বলেন, রাসুল (সা.) ভালোবেসে কখনো কখনো আমার নাম হুমায়রা বা লাল গোলাপ বলে ডাকতেন। (ইবনে মাজাহ, হাদিস : ২৪৭৪)

অন্য হাদিসে এসেছে, নবি পত্নী আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন একবার কিছু হাবশী যুবক শারীরিক কসরত দেখানোর জন্য মসজিদে প্রবেশ করে। তখন রাসূল (সা.) আমাকে বললেন, হে হুমায়রা তুমি কি তাদের খেলা দেখতে চাও? আমি বললাম, হ্যাঁ।’ [সুনানে কুবরা, হাদিস: ৮৯০২]

এ হাদিস থেকে প্রমাণ হয়, স্ত্রীকে আদর করে বাবু বা অন্য কোনো নামে ডাকলে নাজায়েজ বা হারাম হবে না। তবে বিশেষজ্ঞ আলেমরা বলেন, স্ত্রীকে আদর করে ডাকার জন্য পৃথিবীতে আরও বহু ভাষা ও বহু শব্দের ব্যবহার রয়েছে। আমাদের সমাজে বাবু শব্দটি যেহেতু সন্তানকে আদর করে ডাকার জন্য বব্যহার করা হয়; তাই সন্তানের বাবাকে বা মাকে একই শব্দে ডাকা দৃষ্টিকটু ও সামাজিক শিষ্টাচার বহির্ভূত। তাই বাবু না ডেকে অন্য কোনো নামে ডাকাই ভালো। 

উত্তর দিয়েছেন : মুফতি তোফায়েল গাজালি