ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

ফুলবাড়ীতে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ,তদন্ত কমিটি গঠন

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: শনিবার, ফেব্রুয়ারী ৩, ২০২৪

ফুলবাড়ীতে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ,তদন্ত কমিটি গঠন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সের অবহেলায় দুলাল হোসেন (৪০) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগের ঘটনায় বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

গত বৃহস্পতিবার (১ ফেব্রোয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী মৃত্যুর বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমানের দাপ্তরিক কামরায় (চেম্বারে) এক বৈঠক বসে। বৈঠকে নার্সের অবহেলায় রোগীর মৃত্যুর বিষয়ে মৃত ব্যক্তির স্বজন ও বিক্ষুদ্ধ এলাকাবাসীর অভিযোগ তদন্ত করতে স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. এবিএম মারুফুল হাসানকে প্রধান করে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সারোয়ার হোসেনকে সদস্য সচিব এবং নার্সিং সুপারভাইজার হামিদা খাতুনকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী ১০ কার্যদিবসের মধ্যে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, পৌর মেয়র মাহমুদ আলম লিটনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী মৃত্যুর  বিষয়ে কারো কোনো দায়িত্বে অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কমিটিকে বলা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১ ফেব্রম্নয়ারি) সকালে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও নার্সের অবহেলায় দুলাল হোসেন নামের এক ভ্যান চালকের মৃত্যুর অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে নিহত ব্যক্তির স্বজনরা এবং স্থানীয় বিক্ষুদ্ধ এলাকাবাসী স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শনসহ দোষিদের শাস্তির দাবি জানান।