ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ |

EN

পার্বত্য শান্তি চুক্তির ২ যুগ পূর্তি উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা

জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, ডিসেম্বর ৩, ২০২১

পার্বত্য শান্তি চুক্তির ২ যুগ পূর্তি উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা
জেলায় আজ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৪ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে  বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি  ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

রাঙ্গামাটি জেলা পরিষদ  চেয়ারম্যান   অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে  অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল  মোহাম্মদ ইফতেকুর রহমান, রাঙ্গামাটি ডিজিএফআই এর শাখা কর্নেল  সলমন ইবনে  রউফ, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি পুলিশ সুপার  মীর মোদদাছছের হোসেন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার অত্যন্ত আন্তরিক বলে চুক্তির বেশীরভাগ ধারাই বাস্তবায়ন করা হয়েছে।
এ ছাড়া পার্বত্য শান্তি চুক্তির ২যুগ পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি শিল্পকলা একাডেমিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে আলোচনাসভা এবং রাঙ্গামাটি সেনা রিজিয়নের উদ্যোগে শান্তি  র‌্যালী অনুষ্ঠিত হয়।