তুরস্কের প্রথম নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যাত্রা করছে। তিনি তুর্কি বিমান বাহিনীর একজন ফাইটার পাইলট। নাম আলপার গেজারভচি (৪৪)। একটি বিশেষ মিশনের উদ্দেশ্যেই যাচ্ছেন তিনি।
ধারণা করা হচ্ছে- দেশটির প্রথম নভোচরী হিসেবে আন্তর্জাতিভাবে স্বীকৃতি পাওয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ভূ-রাজনৈতিক আকাঙক্ষা তুলে ধরবেন আলপার মহাকাশ অভিযান সম্পর্কে এরদোগান বলেছেন, ‘আমরা এটিকে ক্রমবর্ধমান, শক্তিশালী এবং দৃঢ় তুরস্কের একটি নতুন প্রতীক হিসাবে দেখছি।’
উল্লেখ্য, ‘অ্যাক্সিওম-৩’ নামে সেই মিশনে আরও তিনজন ক্রু সদস্যও থাকবেন। একটি স্পেসএক্স ফ্যালকন-৯ রকেট ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ক্রুদের মহাকাশে নিয়ে যাবে। উৎক্ষেপনের ৩৬ ঘন্টা পর একটি ড্রাগন ক্যাপসুল তাদের কক্ষপথে পৌঁছে দিবে। এই মিশনটি দুই সপ্তাহ স্থায়ী হবে।