ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

মহাকাশ স্টেশনে তুরস্কের প্রথম নভোচারী

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, জানুয়ারী ১৮, ২০২৪

মহাকাশ স্টেশনে তুরস্কের প্রথম নভোচারী
তুরস্কের প্রথম নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যাত্রা করছে। তিনি তুর্কি বিমান বাহিনীর একজন ফাইটার পাইলট। নাম আলপার গেজারভচি (৪৪)। একটি বিশেষ মিশনের উদ্দেশ্যেই যাচ্ছেন তিনি। 

ধারণা করা হচ্ছে- দেশটির প্রথম নভোচরী হিসেবে আন্তর্জাতিভাবে স্বীকৃতি পাওয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ভূ-রাজনৈতিক আকাঙক্ষা তুলে ধরবেন আলপার মহাকাশ অভিযান সম্পর্কে এরদোগান বলেছেন, ‘আমরা এটিকে ক্রমবর্ধমান, শক্তিশালী এবং দৃঢ় তুরস্কের একটি নতুন প্রতীক হিসাবে দেখছি।’ 

উল্লেখ্য, ‘অ্যাক্সিওম-৩’ নামে সেই মিশনে আরও তিনজন ক্রু সদস্যও থাকবেন। একটি স্পেসএক্স ফ্যালকন-৯ রকেট ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ক্রুদের মহাকাশে নিয়ে যাবে। উৎক্ষেপনের ৩৬ ঘন্টা পর একটি ড্রাগন ক্যাপসুল তাদের কক্ষপথে পৌঁছে দিবে। এই মিশনটি দুই সপ্তাহ স্থায়ী হবে।