ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০২৪ |

EN

যুদ্ধবিরতি পণ্ড, আবারও হামলা করছে ইসরায়েল

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

যুদ্ধবিরতি পণ্ড, আবারও হামলা করছে ইসরায়েল
গাজায় যুদ্ধবিরতি ভেঙে গেছে। হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে, এমন অভিযোগ এনে ফের হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এর আগে গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ দ্বিতীয় দফায় আরেকদিন বাড়ানো হয়েছিলো। স্থানীয় সময় শুক্রবার (১ ডিসেম্বর) সকাল সাতটায় এটি শেষ হয়েছে।

চুক্তির শর্ত মেনে বুধবার রাতে ১৬ জিম্মিকে মুক্তি দেয় হামাস। এরমধ্যে ১০ জন ইসরায়েলি। বাকি চারজন থাইল্যান্ডের ও দু'জন রাশিয়ার নাগরিক। এ নিয়ে পাঁচদিনে ৯৭ জিম্মিকে মুক্তি দিলো হামাস। পাল্টাপাল্টি মুক্তি প্রক্রিয়ায় ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া ৩০ ফিলিস্তিনির সবাই নারী ও শিশু। 

জিম্মি মুক্তির বিনিময়ে এ নিয়ে ২১০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির মেয়াদ শুক্রবার পর্যন্ত বাড়াতে রাজি হয় ইসরাইল ও হামাস। নানামুখী কূটনৈতিক তৎপরতা চুক্তির মেয়াদ আরও পাঁচদিন বাড়ানোর আভাস রয়েছে। এভাবে চুক্তির মেয়াদ বাড়ানো যথেষ্ট নয় বলে মনে করছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।