ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

মুন্সীগঞ্জে আওয়ামী লীগ সহসভাপতিসহ ৩ জন বহিষ্কার

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, নভেম্বর ২২, ২০২১

মুন্সীগঞ্জে আওয়ামী লীগ সহসভাপতিসহ ৩ জন বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় মুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বর্তামান চেয়ারম্যান মো. আখতারুজ্জামান জীবনকে সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এছাড়াও তার নির্বাচনে সহযোগীতা ও পৃষ্ঠপোষকতার কারনে স্থায়ীভাবে বহিষ্কার হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন গাজী, যুগ্নসম্পাদক গজনবী মেম্বার। এছাড়াও একই অপরাধের কারনে জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধার বিরুদ্ধে ব্যবস্থার নেয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
 
রবিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. লুৎফর রহমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, উল্লেখিত বিদ্রোহী চেয়ারমান প্রার্থী আখতাররুজ্জামান জীবন দলের শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হয়ে নৌকার প্রচার-প্রচারণায় বাধা, ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলা ও সর্মথকদের উপর হামলা-মারধর করায় তাকেসহ চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন গাজী ও যুগ্ম-সম্পাদক গজনবীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও জেলা ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল মৃধার বিরুদ্ধে  শাস্তিমূলক ব্যবস্থার গ্রহনের লক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক বরাবর চিঠি প্রেরণ করেছে জেলা আওয়ামী লীগ।  
বিষয়টি নিশ্চিত করে করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. লুৎফর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গকরায় সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আখরাতরুজ্জামান জীবননহ চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুগ্ম-সম্পাদককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তাদের সাথে এখন থেকে আওয়ামী লীগের কোনো সর্ম্পক নেই বলেও তিনি জানান।