ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

মেধাবীদের জন্য সুযোগ তৈরি করে দিচ্ছে বর্তমান সরকার: পলক

রাজশাহী ব্যুরো | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩

মেধাবীদের জন্য সুযোগ তৈরি করে দিচ্ছে বর্তমান সরকার: পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আজকের প্রজন্ম যেভাবে গড়ে উঠবে ২০৪১ সালে দেশ সেভাবেই চলবে। মেধা সার্বজনীন তবে সুযোগ সৃষ্টি না করা গেলে সেই মেধাকে কাজে লাগানো সম্ভব হবে না। আর সেই সুযোগ সৃষ্টিতেই কাজ করে যাচ্ছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্মার্ট বাংলাদেশ লঞ্চপ্যাড উদ্বোধন ও ইন্টেলেকচুয়াল হিস্ট্রি অন স্টার্ট-আপ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার রাজশাহীতে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে (জয় সিলিকন টাওয়ার এবং শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার ভবন) এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী কর্মশালায় অংশগ্রহণকারী এক তরুণকে প্রশ্ন করেন স্মার্ট বাংলাদেশ, স্মার্ট গভারমেন্ট এবং স্মার্ট সোসাইটি বলতে আপনি কী বোঝেন? প্রশ্নের উত্তরে ওই তরুণ জানায়, স্মার্ট বাংলাদেশ বলতে আমি মনে করি দেশে কোনো দরিদ্র থাকবে না, বৈষম্য থাকবে না। আর স্মার্ট গভারমেন্ট হলো যেখানে জনগণের উন্নয়নে সরকার অবকাঠামোসহ জনবান্ধব পরিবেশ সৃষ্টি করবে; আর স্মার্ট সোসাইটি অর্থ জনগণ বা সমাজ রাষ্ট্রকে এগিয়ে নিতে সরকারকে সহযোগিতা করবে।

এদিকে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে আইসিটি প্রশিক্ষণসহ এখন যেসব প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ২০০৮ সালের আগে আমরা তা কখনো শুনি বা দেখিনি। নলেজ বেইজড ইকোনোমি গড়ে তোলার জন্য সরকার প্রচুর সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এটাকে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।