ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

পারমাণবিক অস্ত্রে সাজবে উত্তর কোরিয়ার নৌবাহিনী

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বুধবার, আগস্ট ৩০, ২০২৩

পারমাণবিক অস্ত্রে সাজবে উত্তর কোরিয়ার নৌবাহিনী
পারমাণবিক অস্ত্রে সাজবে উত্তর কোরিয়ার নৌবাহিনী। উত্তর কোরিয়ার নৌবাহিনী হবে পিয়ংইয়ংয়ের পারমাণবিক প্রতিরোধের একটি কেন্দ্রীয় উপাদান। 

রোববার উত্তর কোরিয়ার নৌ-সদর দপ্তর পরিদর্শনের সময় নতুন এই পদক্ষেপের ঘোষণা দেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। মঙ্গলবার কিমের বক্তৃতার প্রতিলিপি প্রকাশ করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেএনসিএ)। 

নৌবাহিনী সদর দপ্তর পরিদর্শনের সময় কিমের সঙ্গে ছিলেন তার মেয়ে কিম জু এ ও স্ত্রী রি সোল জু।

নাবিকদের উদ্দেশে কিম জং উন বলেন, কিছু জাহাজ শিগগিরই ‘কৌশলগত পারমাণবিক অস্ত্র’ দিয়ে সাজানো হবে। আর নৌবাহিনী হয়ে উঠবে ‘রাষ্ট্রীয় পারমাণবিক শক্তির’ অংশ। তিনি আরও বলেন, ‘আমাদের নৌবাহিনীকে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব, মর্যাদা, উন্নয়ন ও স্বার্থ রক্ষায় বড় ভূমিকা পালন করা উচিত।’ 

সম্পূর্ণ প্রস্তুত নৌবাহিনী দিয়েই দেশের নিরাপত্তা রক্ষা করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন, সিউল ও টোকিওর কয়েক দফা যৌথ সামরিক মহড়ার উদ্ধৃতি দিয়ে কিম বলেন, ‘মার্কিন সাম্রাজ্যবাদী’ ও অন্যান্য আঞ্চলিক প্রতিদ্ব›দ্বীরা আগের চেয়ে বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছে।

কোরিয়া উপদ্বীপের চারপাশের জলসীমায় মার্কিন পরমাণু সম্পদের স্থায়ী স্থাপনার কথা উল্লেখ করে পিয়ংইয়ং নেতা বলেন, ‘যুক্তরাষ্ট্র ও অন্যান্য প্রতিক‚ল শক্তির বেপরোয়া সংঘাতমূলক পদক্ষেপের কারণে কোরীয় উপদ্বীপের জলসীমায় পারমাণবিক যুদ্ধের বিপদ বাড়ছে। বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল জায়গা হয়ে উঠেছে।’ কোরিয়ান পিপলস আর্মির (কেপিএ) নৌবাহিনীর কমান্ডের সফরের পরে কিম একটি ভোজসভার আয়োজনও করেছিলেন। ভোজসভায়ও অংশ নেয় কিমের পরিবার।

বিভিন্ন ধাপে মহড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া গত বছরে অন্যান্য সামরিক সহযোগিতাও শুরু করেছে। যার মধ্যে রয়েছে তথ্য-আদান-প্রদান, যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্প। এমনকি যৌথ পারমাণবিক পরিকল্পনা। 

পিয়ংইয়ং বারবার উত্তর কোরিয়ায় হামলার পরিকল্পনার জন্য এই তিন মিত্রকে অভিযুক্ত করে এসেছে। যদিও ওয়াশিংটন জোর দিয়ে জানিয়েছে, হামলাগুলো ছিল সম্পূর্ণ প্রতিরক্ষামূলক।