লিওনেল মেসি শনিবার যে পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন, সেটা জানিয়েছেন ক্রিস্তফ গালতিয়ের। এনিয়ে ধোঁয়াশা তৈরি করেছে ক্লাব সূত্র। তাদের মতে, পিএসজির হয়ে মৌসুমের শেষ ম্যাচ খেলবেন আর্জেন্টিনা অধিনায়ক। তবে সার্জিও রামোস নিজেই দিলেন বিদায়ের ঘোষণা। ক্লারমন্তের বিপক্ষে শেষবার ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামছেন তিনি। শুক্রবার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এই খবর নিশ্চিত করেছেন স্প্যানিশ ডিফেন্ডার।
রামোসের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি জুনে। নতুন চুক্তি না করায় ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন তিনি। ৩৭ বছর বয়সী সাবেক রিয়াল মাদ্রিদ তারকার পোস্ট, ‘কাল (শনিবার) বিশেষ একটি দিন। কালকে আমার জীবনের আরেকটি পর্বকে বিদায় বলবো। আমি জানি না কত জায়গাকে মানুষ বাড়ির মতো অনুভব করে, কিন্তু নিঃসন্দেহে পিএসজি, ভক্ত ও প্যারিস ছিল তাদের মধ্যে একটি।’
তিনি আরও লিখেছেন, ‘দুটি বিশেষ বছরের জন্য ধন্যবাদ, যে সময়ে আমি প্রতিটি টুর্নামেন্ট খেলতে পেরেছি এবং আমার সবটা দিয়েছি। আমি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবো, অন্য রঙয়ের জার্সি পরবো, কিন্তু প্রথম ও শেষবারের মতো।’
পিএসজি চেয়ারম্যান ও সিইউ নাসের আল খেলাইফি এক বক্তব্যে বলেন, ‘আমাদের সঙ্গে কাটানো দুই বছরের জন্য সার্জিও রামোসকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। সার্জিওর নেতৃত্ব, টিম স্পিরিট ও পেশাদারিত্ব, সঙ্গে উচ্চতর পর্যায়ের অভিজ্ঞতা তাকে একজন সত্যিকারের ফুটবল লিজেন্ড বানিয়েছে এবং তাকে প্যারিসে পাওয়া ছিল সম্মানের। ক্লাবের সবাই তাকে শুভকামনা জানায়।’
রিয়ালে ১৬ বছর কাটিয়ে ২০২১ সালের গ্রীষ্মে পিএসজিতে যোগ দেন রামোস। ৫৭ ম্যাচ খেলে নতুন ক্লাবে দুটি লিগ ওয়ান জিতেছেন, কিন্তু চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো উতরাতে পারেননি।