ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ |

EN

গত বছরের চেয়ে ডেঙ্গু আক্রান্ত ৫ গুণ বেশি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক | আপডেট: সোমবার, মে ২৯, ২০২৩

গত বছরের চেয়ে ডেঙ্গু আক্রান্ত ৫ গুণ বেশি: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

গত বছরের চেয়ে এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচগুন বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে সোমবার এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জানুয়ারি থেকে ২৮ মে পর্যন্ত আমরা ১ হাজার ৭০৪ জন ডেঙ্গু রোগী পেয়েছি। এ সময়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আমরা যদি গত বছরের তুলনা করি এ বছর রোগীর সংখ্যা প্রায় পাঁচগুণ। অর্থাৎ অনেক রোগী বৃদ্ধি পেয়েছে।

'এ বিষয়ে কিছু পদক্ষেপ আমরা নিয়েছি। আমাদের হাসপাতালের পরিচালকদের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির বৈঠক হয়েছে, হাসপাতালে যাতে প্রস্তুতি থাকে। আমাদের ডাক্তার-নার্সদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যে ডেঙ্গু সার্ভে, সেটি চলমান আছে। রিপোর্ট দুই সিটি কর্পোরেশনকে দেয়া হয়েছে।’

রোগী সংখ্যা বৃদ্ধির প্রেক্ষপটে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড এবং কর্নার তৈরি করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বছরখানেকের মধ্যে আমরা আড়াইহাজার ডাক্তার এবং নার্সকে ট্রেনিং দিয়েছি।

‘জনগণকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন মহলকে যুক্ত করেছি। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আছেন, ছাত্রছাত্রী আছেন। তাদের মাধ্যমে এটা প্রচার করা হচ্ছে। সেনাবাহিনীর সদস্যদেরকেও যুক্ত করা হয়েছে, যারা জনগণকে সতর্ক করতে পারে।’

এছাড়া রেডিও, টেলিভিশনসহ অন্যান্য প্রচার মাধ্যমেও ডেঙ্গু সচেতনতা নিয়ে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, 'আপনাদের মাধ্যমে আমরা জনগণকে অবহিত করতে চাই যে, আপনারা ডেঙ্গু প্রতিরোধ করার ব্যবস্থা নি। মানে বাসার আশেপাশের আঙিনা পরিষ্কার রাখুন, নিজের ঘর স্প্রে করুন, আশেপাশের যদি জঙ্গল থাকে, সেটা স্প্রে করুন এবং পানি বা যদি অন্য কিছু জমে থাকে সেগুলো সরিয়ে ফেলুন।

‘এ কাজগুলো আমাদের নিজেদেরই করতে হবে। কেউ অসুস্থ হলে হাসপাতালে এসে তাড়াতাড়ি চিকিৎসা নিবেন। সময় মত চিকিৎসা নিলে প্রায় সকলেই ভালো হয়ে যাচ্ছেন।'

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, বাংলাদেশকে ৩০ লাখ ডোজ করোনা প্রতিরোধী টিকা দেবে ফাইজার। টিকাগুলো বুস্টার ডোজ হিসেবে দেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমরা ফাইজার থেকে বিনামূল্যে ৩০ লাখ ডোজ টিকা পেয়েছি। এসব টিকা ১৮ বছরের বেশি বয়সীদের তৃতীয় এবং ষাটোর্ধদের চতুর্থ ডোজ হিসেবে বা বুস্টার ডোজ হিসেবে দেয়া হবে।’

‘যারা দীর্ঘমেয়াদি রোগী, তাদেরকে এই টিকা এবং যারা ১৮ বছরের উপরে রয়েছেন, ক্রনিক অসুস্থ তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গেছে, এই টিকা দেওয়া হবে চতুর্থ ডোজ। এছাড়া গর্ভবর্তী এবং সম্মুখসারির যোদ্ধা যারা পায়নি চতুর্থ ডোজ তাদেরকে এই টিকা দেওয়া হবে।’

আগামী এক সপ্তাহের মধ্যে এই টিকাগুলো দেয়া শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে টিকা ট্রায়ালের সম্পন্ন করেছি। ইমেডিয়েটলি দেওয়া হবে।

‘এখন যেহেতু লোকের সংখ্যা কম, কেউ টিকা কেন্দ্র গেলেই আমরা দিয়ে দিই।’