ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ |

EN

শেষ দফার ছাঁটাই শুরু মেটায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক | আপডেট: শনিবার, মে ২৭, ২০২৩

শেষ দফার ছাঁটাই শুরু মেটায়
গত মার্চে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় সামাজিক মাধ্যম জায়ান্ট মেটা। এ ঘোষণা বাস্তবায়নের অংশ হিসাবে তৃতীয় ও শেষ দফার ছাঁটাই শুরু করেছে মেটা। 

বুধবার থেকেই শুরু হয়েছে এ ছাঁটাই। রয়টার্স। এবার মেটায় চাকরি হারাচ্ছেন ছয় হাজারের বেশি কর্মী। এসব কর্মী ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে কর্মরত আছেন। আগামী সপ্তাহেই ছাঁটাই হতে পারেন তারা। এর আগেও সোশ্যাল মিডিয়া জায়ান্ট প্রতিষ্ঠানটিতে ছাঁটাই হয়েছেন কয়েক হাজার কর্মী। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ আগেই জানিয়েছিলেন, চলতি বছরের মে মাসে ছাঁটাই হতে পারেন কিছু কর্মী। সূত্র মোতাবেক, আগামী সপ্তাহে মেটায় চাকরি হারাতে পারেন ছয় থেকে আট হাজার কর্মী।