ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ |

EN

বিদায় ঘণ্টা বাজায় সরকার মরণকামড় দিচ্ছে: রিজভী

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বুধবার, মে ২৪, ২০২৩

বিদায় ঘণ্টা বাজায় সরকার মরণকামড় দিচ্ছে: রিজভী

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় বিনা উসকানিতে হামলা করেছে। পুলিশ ও আওয়ামী লীগের বিশেষ গুঁড়িয়ে দেওয়া বাহিনী বৃষ্টির মতো টিয়ার গ্যাস, রাবার বুলেট ছুড়েছে। আমাদের বহু নেতাকর্মীকে আহত করেছে। তারা আবারও বাসে আগুন দিয়ে বিএনপির ওপর দায় চাপানোর পুরনো নাটক শুরু করেছে।

আজ বুধবার (২৪ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, গণ-আন্দোলনে ভীত হয়ে আওয়ামী লীগ খেই হারিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়ে নারকীয় উন্মত্ততায় ঝাঁপিয়ে পড়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বৈঠক করে পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মী ও মিছিল-সমাবেশের ওপর হামলা চালাচ্ছে, গুলি চালাচ্ছে। চারদিকে বিদায়ঘণ্টা বেজে যাওয়ায় তারা মরণকামড় দিতে শুরু করেছে।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে তাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন। দুই দিন আগেও তিনি বলেছিলেন, এখন থেকে শান্তি সমাবেশ নয়, সারা দেশে বিএনপিকে প্রতিরোধ করতে হবে। বিএনপির আস্তানা গুঁড়িয়ে দিতে হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু।