ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ |

EN

৬০ থেকে ৭০ শতাংশ মানুষ সন্তানদের শুধু ডালভাত খাওয়ান: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, মে ২৪, ২০২৩

৬০ থেকে ৭০ শতাংশ মানুষ সন্তানদের শুধু ডালভাত খাওয়ান: কৃষিমন্ত্রী
আয় কমের কারণে দেশের অনেক মানুষ উচ্চমূল্যের পুস্টিকর খাবার কিনতে পারেন না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এ কারণে তারা সন্তানদের ঠিকমতো পুষ্টিকর খাবার খাওয়াতে পারেন না বলে জানান তিনি।

রাজধানীর পিকেএসএফের অডিটরিয়ামে একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ গ্রামে বাস করে। তারা আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এসব মানুষ সন্তানদের শুধু ডালভাত খাওয়ায় বলে মন্তব্য করেন ডক্টর আব্দুর রাজ্জাক।

বলেন, গ্রামের দরিদ্র মানুষ ভালো শিক্ষা, ভালো খাবারসহ আধুনিক অনেক কিছুর সুযোগ পায় না। এ কারণে ২০২৬ সালের পরও আরও কয়েক বছর সহায়তা অব্যাহত রাখতে ইউরোপিয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইলি অর্থনৈতিক ও মানবিক উন্নয়নে বাংলাদেশ ভালো করছে বলে মন্তব্য করেন।