ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ |

EN

পিরোজপুরে ঘূর্নিঝড় ‘মোখা’ মোকাবেলায় প্রস্তুতি সভা

শাফিউল মিল্লাত, পিরোজপুর প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, মে ১১, ২০২৩

পিরোজপুরে ঘূর্নিঝড় ‘মোখা’ মোকাবেলায় প্রস্তুতি সভা
পিরোজপুরে ঘূর্নিঝড় ‘মোখা’ মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা পুৃলিশ সুপার মো. সাঈদুর রহমান, জেলা দূর্যোগ ব্যাবস্থাপনার দায়িত্বে থাকা এনডিসি মো. কফিল উদ্দিন প্রমুখ।

এ সভায় জানানো হয় জেলার ৭টি উপজেলায় মোট ৪০৭টি আশ্রয় কেন্দ্র তৈরি রয়েছে। এর মধ্যে ২১৩টি সরকারী ও ১৯৪টি মাল্টি পারপাস আশ্রয় কেন্দ্র রয়েছে। ওই সব আশ্রয় কেন্দ্রে ১৫ হাজার লোকের থাকার ব্যবস্থা থাকবে। এছাড়া মেডিকেল টিম, রেডক্রিসেন্ট সদস্যরা কাজ করবেন। এদের সেবা দিতে ১৭ শত সিপিপি সদস্য কাজ করবেন। এ ছাড়া প্রতিটি উপজেলায় পৃথক কন্ট্রোল রুম খোলা হয়েছে।

ঘূর্ণিঝড় আঘাত হানলে পরিস্থিতির মোকাবেলায় ক্ষয়ক্ষতি রোধে করণীয় সম্পর্কে আলোচনা করা হয় ওই সভায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে ঘূর্ণিঝড়ের গতি-প্রকৃতির ওপর নজর রাখার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান জানান, আমাদের এলাকায় এখানো ঘূর্নিঝড়ের ২ নম্বর সংকেত রয়েছে। দূর্যোগের সংকেত বাড়লে প্রশাসনের পক্ষ থেকে মোকাবেলা করার সব প্রস্তুতি রয়েছে।