ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪ |

EN

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

শিশির খাঁন, সদরপুর-চরভদ্রাসন প্রতিনিধি | আপডেট: শনিবার, মে ৬, ২০২৩

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রতীকী ছবি

ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামে আধিপত্য বিরোধে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে গুরুতর আহত দুজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে একটি ফিলিং স্টেশন ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ১২টার দিকে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আজিমনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের বাসিন্দা মো. মোতালেব মাতব্বরের সাথে একই গ্রামের ফারুক তালুকদারের পূর্ব থেকেই আধিপত্যের বিরোধ ছিল। এ বিরোধকে কেন্দ্র করেই কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। আজ শুক্রবার সকাল ১১টার দিক থেকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত ঈশ্বরদী গ্রামের ইমরান তালুকদার (৩২) ও শাওন বেপারী (২০) গুরুতর আহত হলে তাদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত দুজনই ফারুক তালুকদারের সমর্থক। এ ছাড়া ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত কয়েকজন ভর্তি হয়েছে। সংঘর্ষে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার তারাইল গ্রামের হাজী ইরফান উদ্দিন ফিলিং স্টেশন ভাঙচুর করা হয়েছে।

আজিমনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য বাসন্তী রানী দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'আগে থেকেই এ দুই গ্রুপের বিরোধ চলছে। শুনেছি দুজন মারাত্মক আহত হয়েছে।'

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বলেন, 'আধিপত্যের বিরোধে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।'