ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ |

EN

ঠাকুরগাঁওয়ের মুখে কালো কাপড় বেধে সাংবাদিক মুক্তির দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, এপ্রিল ৯, ২০২৩

ঠাকুরগাঁওয়ের মুখে কালো কাপড় বেধে সাংবাদিক মুক্তির দাবিতে মানববন্ধন
মুখে কালো কাপড় বেধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ও ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে থাকা ঠাকুরগাঁওয়ের সাংবাদিক রহিম শুভ'র নিঃশর্ত মুক্তির দাবি ও দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি অসীম এবং যমুনা টেলিভিশনের রংপুর বিভাগীয় স্টাফ করসপন্ডেন্ট মাজহুরুল মান্নানসহ সারাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মৌন প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (০৯ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েনের  আয়োজনে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মৌন প্রতিবাদ ও মানববন্ধনে ঠাকুরগাঁওয়ে সিনিয়ার সাংবাদিক, সুশীল সমাজ সহ সব শ্রেণী পেশার মানুষ।

এসময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সহ-সম্পাদক এটিএন বাংলার জেলা প্রতিনিধি ফিরোজ আমিন সরকার, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পার্থ সারথী দাস, ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবে দপ্তর সম্পাদক আলমগীর, সদস্য মাসুদ রোহান সহ ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, আরটিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদিন বাবুল সহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য দেন।

এ সময় বক্তরা বলেন, যমুনা টিভি রংপুরে স্টাফ রিপোর্টার মাজাহারুল মান্নান, দেশ টিভির খুনলা বিভাগীয় প্রতিনিধি অসীম সহ সারাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি রহিম শুভর মুক্তির দাবি জানান।