ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, এপ্রিল ২০, ২০২৪ |

EN

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে পরিবারকল্যাণ সহকারীর মৃত্যু

শাফিউল মিল্লাত, পিরোজপুর প্রতিনিধি | আপডেট: সোমবার, মার্চ ২৭, ২০২৩

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে পরিবারকল্যাণ সহকারীর মৃত্যু
পিরোজপুরের ইন্দুরকানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চামেলী রানী (৫৬) নামের এক পরিবার কল্যান সহকারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬মার্চ) রাতে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের উত্তর কলারন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত চামেলী রানী একই এলাকার মৃত জীবন সিকদারের স্ত্রী। তিনি উপজেলা পরিবার কল্যান সহকারী হিসাবে ওই এলাকায় কর্মরত ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ওই দিন সন্ধ্যার দিকে নিজ ঘরের ট্রাঙ্কে থাকা কাপড় আনতে যান। ওই লোহার ট্রাকটি আগে থেকে বিদ্যুতায়িত হয়ে ছিল। তিনি তা স্পর্শ করলেই বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থালেই মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ননী গোপাল জানান, বিদ্যুতায়িত হয়ে নিজ বাড়ির বসত ঘরে বসে পরিবার কল্যান সহায়িকা
(এফডব্লিউভি) কর্মী চামেলী রানীর মৃত্যু হয়েছে।

ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক জানান, ঘরে থাকা লোহার ট্রাঙ্কে কাপড় আনতে গিয়ে বৈদ্যুতিক হয়ে চামেলী রানী নামের এক পরিবার কল্যান সহকারী ঘটনা স্থালেই মারা যান। তবে লোহার ট্রাঙ্কটি বৈদ্যুতিক তারের সাথে মিলিত হয়ে ছিলো।