ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ |

EN

তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বিষয়ক প্ৰশিক্ষণ অনুষ্ঠিত

শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি | আপডেট: রবিবার, মার্চ ১৯, ২০২৩

তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বিষয়ক প্ৰশিক্ষণ অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তর এবং তথ্য অধিকার বিষয়ক এপিএ কমিটির যৌথ উদ্যোগে তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বিষয়ক প্ৰশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

আজ (১৯ মার্চ) ২য় পর্যায়ে তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও এপিএ কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ও ইউজিসির জনসংযোগ, তথ্য ও অধিকার বিভাগের পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিন।

তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন ইউজিসির জনসংযোগ, তথ্য ও অধিকার বিভাগের উপ পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। প্রশিক্ষণটি পরিচালনা করেন উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষনে অংশগ্রহণ করেন।