ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

শিশির খাঁন, সদরপুর-চরভদ্রাসন প্রতিনিধি | আপডেট: শনিবার, মার্চ ১৮, ২০২৩

হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর
ফরিদপুরের সদরপুরে হালিমা আক্তার নামে এক মহিলার হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তার নিকট হস্তান্তর করেছে সদরপুর থানা পুলিশ।

জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি হালিমা আক্তার উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুরের বাসা থেকে পায়ে হেঁটে সদরপুর বাজার এলাকায় যাওয়ার সময় তার অজান্তেই তার স্যামসাং গ্যালাক্সি স্মার্ট ফোন হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর মোবাইল না পাওয়া গেলে তিনি খুবই চিন্তায় পরে যায়। এর দুইদিন পর ১৮ ফেব্রুয়ারি সদরপুর থানা পুলিশের কাছে দারস্থ হয়। থানা থেকে তাকে মোবাইলের IMEI নম্বার উল্লেখ করে ও মোবাইলে মধ্যে যে কোম্পানির সিম আছে সেই কোম্পানি ও নম্বার উল্লেখ করে একটি সাধারন ডাইরি করতে বলেন।

সাধারন ডাইরী করার পর সদরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সুব্রত গোলদারের সার্বিক সহযোগিতায় ও এএসআই আজিবুল হাসান এর প্রচেষ্টায় হারিয়ে যাওয়ার ২৬ দিন পরে ঢাকা জেলার দোহার উপজেলা এলাকা হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ।

উক্ত মোবাইল ফোন উদ্ধার করার পর মোবাইলের প্রকৃত মালিক হালিমা আক্তার কে জানানো হলে আজ শুক্রবার রাতে সদরপুর থানা অফিসার ইনচার্জ এর অফিস কক্ষে এসে তিনি মোবাইল ফোনটি বুঝে নেন। এ সময় সদরপুর উপজেলা ডিজিটাল প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন।