ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, এপ্রিল ২০, ২০২৪ |

EN

মিয়ানমার থেকে পাচারকালে টেকনাফে আইস ও ইয়াবাসহ আটক ৩

আমান উল্লাহ কবির, টেকনাফ প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩

মিয়ানমার থেকে পাচারকালে টেকনাফে আইস ও ইয়াবাসহ আটক ৩
টেকনাফে মিয়ানমার থেকে পাচারকালে বিজিবি'র অভিযানে তিনজন পাচারকারিসহ ১ কেজি ২৯৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এসময় পাচারকাজে ব্যবহৃত দুইটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। 

ধৃতরা হচ্ছে- উখিয়া উপজেলার ৩ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের ব্লক - ডি / ২৩ এর মোহাম্মদ হোসাইনের পুত্র মোঃ সাকের ( ২২), ১২ নম্বর বালুখালী এফডিএমএন ক্যাম্পের ব্লক - জি /৬ এর আবু সিদ্দিকের পুত্র মোঃ জাবের ( ১৯ ) ও মিয়ানমারের মংডু থানার শিকদারপাড়ার হাছনের পুত্র মোহাম্মদ ইউনুস ( ২৩ )। 

১৪ মার্চ মঙ্গলবার ভোরে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি জওয়ানরা দমদমিয়া বিওপি'র বিআরএম- ৮ হতে আনুমানিক ১ কিঃ মিঃ দক্ষিণ-পূর্ব দিকে জালিয়ারদ্বীপ এলাকা হতে মাদকের চালানটি উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি হতে দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল ওই এলাকায় কয়েকটি উপদলে ভাগ হয়ে কৌশলগত অবস্থান নেয় । 

কিছু সময় পর টহলদল ৮-১০ জন ব্যক্তিকে দুইটি কাঠের নৌকাযোগে মায়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ারদ্বীপের দিকে আসতে দেখে । নৌকা দুটি শূন্য রেখা অতিক্রম করে জালিয়ারদ্বীপের কাছে আসলে বিজিবি নৌ টহলদল তাদের চ্যালেঞ্জ করলে দু'টি নৌকায় আরোহিত চোরাকারবারি নাফ নদীতে ঝাপ দিয়ে মায়ানমারের লালদ্বীপের দিকে পালিয়ে যায় । এ সময় বিজিবি টহলদল ৩ জন পাচারকারিকে দু'টি নৌকাসহ আটক করতে সক্ষম হয় । আটককৃত চোরাকারবারীদের স্বীকারোক্তি মতে নৌকার পাটাতনের নিচ হতে একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর ১ কেজি ২৯৪ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । 

ধৃতরা হচ্ছে- উখিয়া উপজেলার ৩ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের ব্লক - ডি / ২৩ এর মোহাম্মদ হোসাইনের পুত্র মোঃ সাকের ( ২২), ১২ নম্বর বালুখালী এফডিএমএন ক্যাম্পের ব্লক - জি /৬ এর আবু সিদ্দিকের পুত্র মোঃ জাবের ( ১৯ ) ও মিয়ানমারের মংডু থানার শিকদারপাড়ার হাছনের পুত্র মোহাম্মদ ইউনুস ( ২৩ )। 

টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা ট্যাবলেট এবং কাঠের নৌকাসহ অবৈধভাবে মাদক বহন ও পাচার এর দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।