ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, এপ্রিল ২০, ২০২৪ |

EN

আন্তর্জাতিক নারী দিবসে ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তাদের মিলন মেলা

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, মার্চ ৮, ২০২৩

আন্তর্জাতিক নারী দিবসে ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তাদের  মিলন মেলা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অর্ধশতাধিক নারী উদ্যোক্তা  তাদের তৈরী বিভিন্ন  পন্য নিয়ে মিলনমেলায় মিলিত হন। বুধবার দুপুরে  ঠাকুরগাঁও টাটকা রেস্টুরেন্টে   অনলাইন গ্রুপ  উদ্যোগক্তা সূচির এডমিন রোজিনা আক্তারের  সভাপতিত্বে বক্তব্য  রাখেন বাংলাদেশর আইডল ও তরুণ প্রজন্মের আইকন দয়াল চন্দ্র বর্মন  সহ ,নারী উদ্যোক্তারা।

দয়াল চন্দ্র বর্মন বলেন, অনেক বাধা নিষেধ উপক্ষো করে আজকে উদ্যোক্তা হয়েছি। এতে আমার সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে তথ্য তথ্য প্রযুক্তি। 

পরে নারী উদ্যোগক্তারা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম তথা প্রযুক্তি। এই প্রযুক্তির কারণে আমরা আমাদের তৈরী দেশীয় পণ্য নিজের হাতের তৈরী খাদ্য সামগ্রী সবার মাঝে  পৌছে দিতে পারছি। আজ আমাদের ঠাকুরগাঁওয়ে অনেক নারী অল্প সময়ে প্রতিষ্ঠিত হয়েছেন।  

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. শামসুরজ্জামান বলেন, "উপজেলা প্রশাসন নারীদের কর্মসংস্থানের ব্যাপারে আন্তরিক। আমরা তাদের প্রশিক্ষণসহ সকল প্রকার সহযোগিতা করে থাকি। তাদের ব্যবসা প্রসারের জন্য ঋণ প্রদান ব্যবস্থাসহ সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।