ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ |

EN

কাতারের নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বুধবার, মার্চ ৮, ২০২৩

কাতারের নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি
কাতারের প্রধানমন্ত্রী হিসেবে শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিকে নিয়োগ দিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।

আলজাজিরার খবরে বলা হয়েছে, ২০১৬ সাল থেকে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন শেখ মোহাম্মদ। মঙ্গলবার (৭ মার্চ) তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। আমিরের উপস্থিতিতে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ নিয়ে শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল-থানির স্থলাভিষিক্ত হলেন তিনি।

এছাড়াও বেশকিছু পরিবর্তন এসেছে দেশটির মন্ত্রিসভায়ও। দেশটিতে পরিবর্তন করা হলেছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি।