ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, এপ্রিল ২০, ২০২৪ |

EN

মা‌টিরাঙ্গায় জাতীয় বিমা-দিবস উদ্‌যাপন

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি | আপডেট: বুধবার, মার্চ ১, ২০২৩

মা‌টিরাঙ্গায় জাতীয় বিমা-দিবস উদ্‌যাপন
খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ৪র্থ‌ জাতীয় বিমা-দিবস উপলক্ষে বর্ণাঢ‌্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১লা মার্চ বুধবার সাকা‌লে মা‌টিরাঙ্গা উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে এক বনার্ঢ‌্য র‍্যালি বের হ‌য়ে উপ‌জেলার প্রধান প্রধান  সড়ক প্রদ‌ক্ষিন শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়ে উপ‌জেলা অ‌ডি‌টে‌রিয়া‌মে এক আ‌লোচনা সভার আ‌য়োজন করা হয়। 

ন‌্যা‌শনাল লাইফ ইনস‌্যু‌রেন্স কো: লি: এর এজিএম মো: আলী হো‌সেনের সঞ্চালনায়, মা‌টিরাঙ্গা উপ‌জেলা সমবায় ও পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন ক‌বির প‌াটোয়ারীর সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় প্রধান অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছি‌লেন মাটিরাঙ্গা উপ‌জেলা প‌রিষদের চেয়ারম‌্যান মো: র‌ফিকুল ইসলাম।

বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে, মা‌টিরাঙ্গা উপ‌জেলা পরিষদের ভাইস চেয়ারম‌্যান মো: আ‌নিসুজ্জামান ডা‌লিম, বেলছ‌ড়ি ইউপি চেয়ারম‌্যান মো: রহমতউল্লাহ প্রমুখ বক্তব্য দেন। 

মাটিরাঙ্গা উপ‌জেলা প‌রিষদের চেয়ারম‌্যান মো: র‌ফিকুল ইসলাম বলেন, আমা‌দের দে‌শে এক শ্রেনীর প্রতারক চ‌ক্রের কার‌ণে বিমার উপর সাধারণ মানুষ আস্থা হা‌রি‌য়ে‌ ফে‌লে‌ছে। বিমা ক‌রে মানষ প্রতা‌রিত হ‌য়ে‌ছে। দে‌শের এ প্রতিবন্ধকতা ‌থে‌কে বে‌রি‌য়ে এসে বিমার প্রতি ভ্রান্ত ধারণা প‌রিহার করতে পার‌লে উন্নত বি‌শ্বের  বিমার সুফল পাওয়া যা‌বে।  

আলোচনা সভা শে‌ষে গ্রাহ‌দের মা‌ঝে প্রায় সাড়ে ১১লক্ষ টাকা মেয়াদোত্তর দাবি প‌রি‌শো করা হয়।

অনুষ্ঠানে, উপ‌জেলা আই‌সি‌টি কর্মকর্তা রা‌জীব রায় চৌধুরী উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক না‌দের আহাম্মদ ও বি‌ভিন্ন বিমা কোম্পানির কর্মকর্তা কর্মচা‌রি, বিমাগ্রাহকগন উপ‌স্থিত ছি‌লেন।