ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ |

EN

ফুলবাড়ীতে বিনা মূল্যে চক্ষু সেবা প্রদান

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: রবিবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৩

ফুলবাড়ীতে বিনা মূল্যে চক্ষু সেবা প্রদান
দিনাজপুরের ফুলবাড়ীতে বিনা মূল্যে গরিব দুস্থ রোগীদের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, পৌর শহরের ডিকে ক্লাবে, বে-সরকারী সংস্থা স্বকল্প সোসাইটির উদ্যোগে এবং রংপুর দিপ আই কেয়ার ফাউন্ডেশনের সহোযোগিতায়, বিনা মূল্যে এই চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বিনা মুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, স্বকল্প সোসাইটির নির্বাহী পরিচালক এমএ কায়ুম সহ রংপুর ডিপ আই কেয়র ফাউন্ডেশনের চিকিৎসক ডা.মুশফিকুর আলম এর নেতৃত্বে ৮ সদস্যের একটি দল।

স্বকল্প সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক এমএ কায়ুম বলেন, এলাকার দুস্থ চক্ষু রোগীদের কথা ভেবে  তার  এই উদ্যোগ, যা বেকিছুদিন ধরে তিনি পরিচালনা করে আসছেন। সকাল থেকে বিকেল  পর্যন্ত প্রায় ২শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকাৎসা প্রদান সহ বিনা মূল্যে ছানী অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। দিপ আই কেয়ার ফাউন্ডেশনের  চিকিৎসক দল এই চিকিৎসা সেবা প্রদান করেন।