ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪ |

EN

নলছিটিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

মিলন কান্তি দাস, নলছিটি প্রতিনিধি | আপডেট: শনিবার, ফেব্রুয়ারী ২৫, ২০২৩

নলছিটিতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী
নলছিটিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

২৫ ফেব্রুয়ারি শনিবার সকালে স্থানীয় চায়না মাঠে প্রদর্শনীর উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের উপ-সচিব মাজহারুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ'র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. মফিজুর রহমান, মেহেন্দিগঞ্জ উপজেলার সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন,  উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানীজ সম্পদ কর্মকর্তা মো. হাফিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক মো. আমির হোসেন। ৫০টি ষ্টলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারীরা অংশ গ্রহণ করেন। প্রদর্শনী শেষে শ্রেষ্ঠ খামারিকে পুরস্কৃত করা হবে।