ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

কথা রাখেননি জাকারবার্গ!

তথ্যপ্রযুক্তি ডেস্ক | আপডেট: বুধবার, ফেব্রুয়ারী ২২, ২০২৩

কথা রাখেননি জাকারবার্গ!
ফেসবুকের স্লোগান ছিল 'ফেসবুক ইজ ফ্রি, অ্যান্ড অলওয়েজ উইল বি' মানে ফেসবুক বিনামূল্যের প্ল্যাটফর্ম এবং সব সময় বিনামূল্যেরই থাকবে। যাত্রা শুরুর প্রায় দুই দশক (২০০৪ সালে প্রতিষ্ঠিত) পদাপর্ণের মুখে এ স্লোগান থেকে সরে এসেছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। বাণিজ্যিক স্বার্থে প্ল্যাটফর্মটির মূল স্লোগান ও উদ্দেশ্যে পরিবর্তন আনলেন তিনি।

জাকারবার্গের ঘোষণা অনুযায়ী, প্রথমবারের মতো অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য (নীল টিক) মাসিক হারে অর্থ নেবে প্রতিষ্ঠানটি। ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ গত রোববার এ ঘোষণা দেন। ফেসবুকের মূল কোম্পানি মেটার অধীনে থাকা ইনস্টাগ্রামেও অর্থের বিনিময়ে টিক চিহ্ন দেওয়া হচ্ছে। অ্যান্ড্রয়েড ও ওয়েব সংস্করণে প্রতি মাসে ১১ দশমিক ৯৯ ডলারে এবং অ্যাপলের আইওএস ডিভাইস ব্যবহারকারীদের জন্য এবং ১৮ দশমিক ৯৯ ডলারে ব্যবহারকারীরা ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে নীল ব্যাজ, অ্যাকাউন্ট যাচাইকরণসহ বিভিন্ন সুরক্ষা সুবিধা পাবেন।

সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, অর্থের বিনিময়ে নীল ব্যাজ গ্রহণকারীদের পোস্ট অন্যদের তুলনায় বেশি মানুষের কাছে পৌঁছে দেবে মেটা। এতে সংশ্নিষ্ট নীল ব্যাজের অ্যাকাউন্টের 'রিচ' বাড়বে। আগামী কয়েক দিনের মধ্যেই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় এ সেবা চালু করতে যাচ্ছে মেটা। পর্যায়ক্রমে অন্য দেশগুলোতেও এ ফিচারটি চালু করা হবে। টুইটারও বর্তমানে অর্থের বিনিময়ে ভেরিফায়েড ব্লু ব্যাজ সেবা দিচ্ছে। বিশ্নেষকরা বলছেন, আয় বাড়াতে টুইটারের ধারণাকেই অনুসরণ করেছে মেটা। অন্যদিকে ট্রুকলারসহ অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানই তাদের পল্গ্যাটফর্মে অর্থের বিনিময়ে ভেরিফায়েড অ্যাকাউন্টের সুবিধা দিয়ে আসছে।