ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, মার্চ ২০, ২০২৩ |

EN

জাবির ষষ্ঠ সমাবর্তনে বিনামূল্যে সনদসহ ছয় দফা দাবি সমাবর্তন প্রত্যাশীদের

ক্যাম্পাস প্রতিবেদক | আপডেট: সোমবার, ফেব্রুয়ারী ৬, ২০২৩

জাবির ষষ্ঠ সমাবর্তনে বিনামূল্যে সনদসহ ছয় দফা দাবি সমাবর্তন প্রত্যাশীদের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ২৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া ষষ্ঠ সমাবর্তনে বিনামূল্যে সনদসহ  ছয় দফা দাবি উত্থাপন করেছে সমাবর্তন প্রত্যাশীরা।

সোমবার (৫ ফেব্রুয়ারী) বেলা ১২ টায়   বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি  অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপাচার্যের নিকট ৬ দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করে।

শিক্ষার্থীদের দাবি সমূহ হলো, বিনামূল্যে সার্টিফিকেট প্রদান, সমাবর্তন ফি কমিয়ে ১০০০ টাকা করা, সাপ্তাহিক  কোর্স এবং সন্ধ্যাকালীন কোর্সের শিক্ষার্থীদের জন্য আলাদা সমাবর্তনের ব্যবস্থা করা, সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময় ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো, রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সহজীকরণ করা এবং দুই কার্যদিবসের মধ্যে সকল শর্ত বাস্তবায়ন করা।

মানববন্ধনটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের  বাংলা বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী জহির ফয়সাল। এসময় তিনি বলেন, "সবসময়ের জন্য সার্টিফিকেট বিনামূল্যে প্রদান করতে হবে। এছাড়া উইকেন্ড কোর্সের শিক্ষার্থীদের কে আমাদের সাথে সমাবর্তনে অন্তর্ভুক্ত করা যাবে না, তাদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। এবং সমবর্তন ফি কমিয়ে উদ্ধৃত টাকা শিক্ষার্থীদের কে ফেরত দিতে হবে।"
এছাড়াও আইন ও বিচার বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী ইসরাত বলেন, "সমাবর্তনের জন্য যে ফি ধার্য করা হয়েছে তা শিক্ষার্থীদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই ফি অতিসত্বর কমিয়ে ১০০০ টাকা করা হোক। এছাড়া সকল স্তরে সার্টিফিকেট উত্তোলন কোনো ফি ছাড়াই যাতে করা যায় সে ব্যবস্থা করা হোক।"

উল্লেখ্য,  দীর্ঘ ৭ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ২৫ ফেব্রুয়ারী। স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সমাবর্তন দিবে প্রশাসন। এদের মধ্যে উইকেন্ড কোর্সের শিক্ষার্থীও রয়েছে। সমাবর্তনের রেজিষ্ট্রেশন ফি নির্ধারণ করা হয়  স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি পৃথকভাবে ২ হাজার ৫০০ টাকা, স্নাতক ও স্নাতকোত্তর (উভয় ডিগ্রি একত্রে) ৪ হাজার টাকা, এম. ফিল. ডিগ্রি ৬ হাজার টাকা, পিএইচ. ডি ডিগ্রি ৭ হাজার টাকা, ও উইকেন্ড/ইভেনিং কোর্সের জন্য ৮ হাজার টাকা।