ঝালকাঠীর কাঠালিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংসদ সদস্য মো: বজলুল হক হারুনের পক্ষে আজ মঙ্গলবার দিনব্যাপি বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তার ছোট ছেলে মাহির হারুন।
এসময় তিনি সরকারি কাঠালিয়া তফাজ্জেল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজ, কাঠালিয়া সদর ফাজিল মাদ্রাসা, আমুয়া শহিদ রাজা ডিগ্রী কলেজ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কাঠালিয়া বালিকা মডেল স্কুল এ্যান্ড কলেজের শিক্ষকদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন। এবং শিক্ষকদের শীতের পোষাক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: বদিউজ্জামান বদু, আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো: তরুন সিকদার, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো: মাহমুদ হোসেন রিপন গালুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুল হক কামাল সহ আওয়ামীলীগের বিভিন্ন ইউনিয়রের নেতা কর্মীরা। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহ কারি শিক্ষকবুন্দ।