ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ |

EN

উদ্ধারকৃত ১৮ বন্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত

উপজেলা প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২

উদ্ধারকৃত ১৮ বন্যপ্রাণী সুন্দরবনে অবমুক্ত
মাদারীপুর এলাকা, গার্ডেন ও বিভিন্ন উৎস থেকে বেআইনিভাবে আটকে রাখা ৬ প্রজাতির ১৮টি বন্যপ্রাণী উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে এ প্রাণীগুলোকে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে অবমুক্ত করেছে খুলনা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ (ডব্লিউএমএনসিডি)। 

উদ্ধারকৃত প্রাণীগুলোর মধ্যে ২টি কুমির, ১টি তক্ষক, ১টি বক, ১১টি কালিম পাখি, ১টি ভুবন চিল ও২টি মাছ কুড়াল।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, মাদারীপুরের একটি মাছের খামার ও যশোরের জেএস গার্ডেন থেকে দুইটি কুমির উদ্ধার করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। এছাড়াও তারা বিভিন্ন এলাকা থেকে একটি তক্ষক, একটি বক, ১১টি কালিম পাখি, একটি ভুবন চিল ও দুটি মাছ কুড়ালও উদ্ধার করেন। বুধবার বন্যপ্রাণীগুলোকে বনের অভ্যন্তরে এবং জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জীববৈচিত্র্য কর্মকর্তা  তন্ময় আচার্য, করমজল বন্যপ্রাণী সংরক্ষণ ও  প্রজনন কেন্দ্নের  কর্মকর্তা  হাওলাদার আজাদ কবির।