ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

পরীমনির বিষয়ে যা বললেন জায়েদ খান

বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, আগস্ট ৭, ২০২১

পরীমনির বিষয়ে যা বললেন জায়েদ খান

মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। শুক্রবার (৬ আগস্ট) পরীমনিকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি বলেন, ‘শিল্পীরা হলেন সমাজের বিবেক। শিল্পীরা থাকবে লুকায়িত। যাদের ছবি মানুষের মানিব্যাগে থাকবে, শিল্পীকে দেখে মানুষ আইডল মনে করবে। দুই-একজনের জন্য পুরো শিল্পী সমাজের সুনামহানি আমরা মেনে নেব না। আগামীকাল (শনিবার) বিকেল ৩টায় আমাদের সমিতির বৈঠক ডেকেছি। বৈঠক শেষে বিস্তারিত জানিয়ে দেব।

জায়েদ খান আরও বলেন, ‘শিল্পী সমিতি তৈরি হয়েছিল শিল্পীদের স্বার্থ আর সম্মান রক্ষার জন্য। শিল্পীরা নিজেরাই বিনয়ী হবেন, সমাজের আইডল হবেন। তারা যদি অপকর্মে জড়িয়ে যায় তাহলে আমি বলব, এর দায় সম্পূর্ণ ব্যক্তির। শিল্পীদের উচিত ভালোবাসা দিয়ে দর্শক হৃদয় জয় করা। অর্থের লোভে কেউ খারাপ কাজে জড়িত হলে এ দায় ব্যক্তির।

পরীমনির অভিযোগগুলো সর্ম্পকে জায়েদ খান বলেন, ‘শিল্পীর ভালো কাজে সমিতি পাশে থাকবে। খারাপ কাজে কেন থাকবে? সমিতি কোনো খারাপ কাজের সমর্থন দিতে পারে না। পরীমনির বিষয়টি বিচারাধীন। যেহেতু তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে সেহেতু গঠনতন্ত্র অনুযায়ী সমিতি ব্যবস্থা নিতে পারবে। আমরা ভালোকে ভালো বলব, খারাপকে খারাপ বলব।

বুধবার (৪ আগস্ট) বনানীর বাসা থেকে আটক করা হয় পরীমনিকে। র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক পাওয়া যায় তার বাসায়। বৃহস্পতিবার (৫ আগস্ট) বনানী থানায় মাদক আইনে মামলা করা হয় পরীর বিরুদ্ধে। ওইদিনই সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় পরীমনি। তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এদিকে র‌্যাবের জিজ্ঞাসাবাদে পরীমনি স্বীকার করেছেন, ২০১৬ সাল থেকে অ্যালকোহলে আসক্ত তিনি। নিজের চাহিদা মেটানোর জন্য নিজের ফ্ল্যাটে মিমি বার স্থাপন করেছেন। পরীর বারে বিদেশি মদ থাকত। সেগুলো সরবরাহ করত নজরুল রাজ।

পরীমনি গ্রেপ্তারের ঘটনায় নড়েচড়ে বসেছে ফিল্মপাড়া। পরীমনির কী হবে? তা নিয়ে ভাবছে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাতা জানান, পরীর ক্যারিয়ারে আগে কমা ছিল, এখন দাঁড়ি পড়েছে। নতুন করে কেউ তাকে নিয়ে কাজ করতে আগ্রহী হবে না। পরীমনির এ ঘটনায় অনিশ্চয়তায় পড়েছে একাধিক সিনেমা।