ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

ব্রাজিল সমর্থকের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২

জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, ডিসেম্বর ১০, ২০২২

ব্রাজিল সমর্থকের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২

ছবি: সংগৃহীত

খেলায় হেরে যাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ব্রাজিল সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে দুজন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে নগরীর রাজপাড়া থানা এলাকার বন্ধ গেট নতুন বিলছিমলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. রিফাত আলী ও রায়হান হোসেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় ব্রাজিল। এ নিয়ে ক্রোয়েশিয়ার সমর্থকের সঙ্গে ব্রাজিল সমর্থক আবদুল কুদ্দুসের কথা কাটাকাটি হয়। এরই জেরে আবদুল কুদ্দুসের বাড়িতে হামলা চালানো হয়। এতে দুজন আহত হয়েছেন বলে শুনেছি।