ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, এপ্রিল ২০, ২০২৪ |

EN

ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচের আগে পরিসংখ্যান দেখে নিন

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২

ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচের আগে পরিসংখ্যান দেখে নিন
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে জিততে তেমন বেগ পেতে হয়নি ব্রাজিলকে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আজ রাত ১০টায় সুইজারল্যান্ডের বিপক্ষে লড়াই করবে। এই ম্যাচে জয় পেলেই দ্বিতীয় রাউন্ডে খেলার টিকিট নিশ্চিত তিতের শীষ্যদের।

দোহার ৯৭৪ স্টেডিয়ামে ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচে নজরে থাকবে রিচার্লিসনের দিকে। তিনি সার্বিয়ার বিপক্ষে অবিশ্বাস্য সুন্দর গোল উপহার দিয়েছেন। তার জোড়া গোলেই জয় নিশ্চিত করে ব্রাজিল।  

সুইজারল্যান্ড-ব্রাজিল ম্যাচে নজর থাকবে রাফিনহা, ভিনিসিয়ুস, ব্রুনো গুইমারেস, ফ্রেদ, মার্কুইনহোস, থিয়াগো সিলভা, রুবেন ভার্গাস, জিব্রিল সো, জেরদান শাকিরি, ম্যানুয়েল আকানজি, নিকো এলভেদির দিকে। 

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: এডারসন (গোলরক্ষক), সান্দ্রো, সিলভা, মার্কুইনহোস, মিলিতাও, গুইমারেস, ক্যাসেমিরো, ফ্রেদ, ভিনিসিউস, রাফিনহা ও রিচার্লিসন।

সুইজারল্যান্ডের সম্ভাব্য একাদশ: সোমার (গোলরক্ষক), আকানজি, এলভেদি, রদ্রিগেজ, উইডমার, জাকা, ফ্রেউলার, শাকিরি, সো, ভার্গাস ও এমবোলো।

পরিসংখ্যান দেখে নেন

১) বিশ্বকাপে ব্রাজিল এবং সুইজারল্যান্ডের মধ্যকার আগের দুটি লড়াই ড্রতে শেষ হয়েছে (১৯৫০ সালে ২-২, ২০১৮ সালে ১-১)।

২) সব প্রতিযোগিতা মিলে দুই দলের মুখোমুখি নয়টি লড়াইয়ে ব্রাজিল জিতেছে তিন ম্যাচে। সুইজারল্যান্ড জয় পেয়েছে দুটিতে। অপর চারটি ড্র।

৩) ব্রাজিল বিশ্বকাপে তাদের শেষ ১৬টি গ্রুপ পর্বের ম্যাচে অপরাজিত। যা বিশ্বকাপে গ্রুপে পড়বে সবচেয়ে বেশি অপরাজিত থাকার রেকর্ড।

৪) বিশ্বকাপে কখনোই টানা দুইটি ম্যাচে জয় পায়নি সুইজারল্যান্ড।

৫) ব্রাজিলের হয়ে সব প্রতিযোগিতায় রিচার্লিসন তার শেষ সাতটি ম্যাচে নয়টি গোল করেছেন।

৬) সুইজারল্যান্ডের হয়ে শেষ চার ম্যাচের তিনটিতে গোল করেছেন ব্রিল এম্বোলো।