ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ |

EN

বিশ্বকাপ ঘিরে রাজধানীতে পতাকা উৎসব

রাজধানী ডেস্ক | আপডেট: শনিবার, নভেম্বর ২৬, ২০২২

বিশ্বকাপ ঘিরে রাজধানীতে পতাকা উৎসব
চার বছর পর শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’র এবারের আসর বসেছে কাতারে। বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে ফুটবল উন্মাদনা দেখা যায় প্রতিবারই। প্রিয় দলের প্রতি ভক্তদের সমর্থন ঘোষণা করতে বিভিন্ন দেশের পতাকা দিয়ে গলি, প্রধান সড়ক ও ছাদ সাজানো হয়েছে। বিশ্বকাপ ঘিরে রাজধানী ঢাকার বিভিন্ন ভবনের ছাদ ছেয়ে গেছে বিভিন্ন দেশের পতাকায়। এ যেন পতাকা উৎসব চলছে।

পুরান ঢাকার বংশাল, শাঁখারিবাজার, নারিন্দা, চকবাজার, ওয়ারি, লক্ষ্মীবাজার, গেন্ডারিয়াসহ পুরো এলাকার বাসাবাড়ি ছেয়ে গেছে পছন্দের দলের পতাকায়। ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, জার্মানি, বেলজিয়াম, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের পতাকা উড়ছে বাড়ির ছাদে।

বাড়ির ছাদ ছাড়িয়ে পতাকায় ছেয়ে গেছে পুরান ঢাকার অলি-গলিও। ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, জার্মানিসহ বিভিন্ন দলের বাহারি পতাকা উড়ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও।

পতাকা বাজি থেমে নেই রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাটেও। সদরঘাটের সামনের দোকানগুলোতেও উড়ছে বিভিন্ন দলের পতাকা। ব্যবসায়ীরা নিজ উদ্যোগে টাঙিয়েছেন নিজেদের পছন্দের দলের পতাকা।

পুরান ঢাকার হেমেন্দ্র দাস রোডের পুরোটা জুড়ে দেখা যায় আর্জেন্টিনার পতাকা। এই রাস্তায় সব মিলে ৫০০ এরও অধিক পতাকা রশিতে ঝুলতে দেখা যায়। তেমনি জি গুপ্ত লেনের পুরটাই ব্রাজিলের পতাকায় ভরা। এই রোডে তিন শতাধিক পতাকা ঝুলছে।