ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, অক্টোবর ২, ২০২৩ |

EN

আর্জেন্টিনা সমর্থকদের টিস্যু রাখার পরামর্শ মিমের

বিনোদন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২

আর্জেন্টিনা সমর্থকদের টিস্যু রাখার পরামর্শ মিমের
জমে উঠেছে কাতার বিশ্বকাপ ২০২২। এবারের আসরের প্রথম চারদিনের মধ্যে দুটি অঘটন দেখেছে ফুটবলপ্রেমীরা। প্রথমে সৌদি আরবের কাছে হট ফেভারিট আর্জেন্টিনার হার। এরপর জাপানের বিপক্ষে মাঠে নেমে হেরেছে জার্মানি। দুই দলই অঘটনের শিকার হয়েছে ২-১ গোল ব্যবধানে।

প্রথম চারদিনের মধ্যে হাইভোল্টেজ ম্যাচ ছিল একটি করে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সেই সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে দুইয়ে। আজ দুটি ভিন্ন ম্যাচে মাঠে নামবে দুই হট ফেভারিট দল ব্রাজিল এবং পর্তুগাল।

বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। দলটির প্রতিপক্ষে থাকছে আফ্রিকান দেশ ঘানা। এরপর বাংলাদেশ সময় রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বাংলাদেশে ব্রাজিল, আর্জেন্টিনার সমর্থক বরাবরই বেশি। যে কারণে দুই দলের সমর্থকদের মধ্যে তর্কযুদ্ধ লেগেই থাকে। কেউ কাউকে ‘খোঁচা’ দিতে বিন্দুমাত্র ছাড় দেন না। এদিক থেকে তারকারাও বেশ সরব।

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ব্রাজিলের সমর্থক। প্রিয় দলের বিশ্বকাপ মিশন শুরুর আগেই আর্জেন্টিনা সমর্থকদের খোঁচা দিলেন নায়িকা।