ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪ |

EN

লক্ষ্মীপুরে ছাত্রদলের সঙ্গে পুলিশের হাতাহাতি, আহত ১৫

জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, নভেম্বর ২৫, ২০২২

লক্ষ্মীপুরে ছাত্রদলের সঙ্গে পুলিশের হাতাহাতি, আহত ১৫
লক্ষ্মীপুরে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল ছত্রভঙ্গ হয়ে গেছে। এ সময় উভয়পক্ষের হাতাহাতিতে তিন পুলিশসহ ছাত্রদলের ১২ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা শহরের প্রধান ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে শহরের চকবাজার এলাকা থেকে মিছিলটি বের করে ছাত্রদল।

আহত পুলিশ সদস্যরা হলেন শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আনিসুজ্জামান, কনস্টেবল সফিক ও জিসান।

ছাত্রদল নেতাকর্মীরা হলেন সাজ্জাদ হোসেন শুভ, আশরাফ হোসেন, নোবেল আহমেদ, মো. শাহীন, সুহাস হান্নান, শহীদুল ইসলাম, সোহেল, ফারুক হোসেন, ইকরাম, সাব্বির হোসেন, রাসেল মাহমুদ ও শাওন হাওলাদার। তারা ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মী।

দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ নেতাদের ওপর হামলার ঘটনায় লক্ষ্মীপুর বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন মিছিলের নেতৃত্ব দেন। শহরের ব্রিজ পার হলেই পুলিশ মিছিলে বাধা দেয়।