ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, এপ্রিল ২০, ২০২৪ |

EN

বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে নাশকতায় বিএনপির কেউ জড়িত না: বিএনপি নেতৃবৃন্দ

সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ্, বোয়ালমারী, ফরিদপুর | আপডেট: বৃহস্পতিবার, নভেম্বর ২৪, ২০২২

বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে নাশকতায় বিএনপির কেউ জড়িত না: বিএনপি নেতৃবৃন্দ
ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের চৌরাস্তায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল রাতের আঁধারে ইটপাটকেল ছুড়ে নাশকতা করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ অঙ্গসংগঠনের কেউ জড়িত নয় বলে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। বুধবার (২৩ নভেম্বর) বিকেল ৫টায় জর্জ একাডেমী সংলগ্ন ছবদু মিয়া কমপ্লেক্সে বিএনপির অস্থায়ী কার্যালয়ে লিখিত বক্তব্যে বিষয়টি জানান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) খন্দকার রফিকুল ইসলাম কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামচুদ্দীন মিয়া ঝুনু, পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন, সহসভাপতি আতাউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রশিদ হেলাল, সাবেক সাধারণ সম্পাদক মিনাজুর রহমান লিপন, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস জাহাঙ্গীর আলম মুকুল প্রমুখ। উল্লেখ গত ১৯ নভেম্বর রাত সাড়ে ৮টায় বোয়ালমারী পৌর সদরের চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে ভাংচুরের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।