ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪ |

EN

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬২

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, নভেম্বর ২২, ২০২২

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬২
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৬২ জন হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭০০ জন। এছাড়া ১৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 

পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিলের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম কম্পাসডটকম এবং দেতিক ডটকম এ তথ্য  জানিয়েছে।

তবে ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার সর্বশেষ তথ্যে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬২ উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার সকালে পশ্চিম জাভা দ্বীপে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। খবর বিবিসি।

সিয়ানজুর প্রশাসনের প্রধান হেরমান সুহেরমান মেট্রো টিভিকে বলেছেন, ভূমিকম্পে ৭০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

তিনি বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও বহুমানুষ চাপা পড়ে রয়েছেন।

দেশটির জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) জানিয়েছে, পশ্চিম জাভার সিয়ানজুড় শহরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর ভূমিকম্পটির উৎপত্তি। এতে সুনামির কোনো সম্ভাবনা তৈরি হয়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পটি জাকার্তায় কয়েক সেকেন্ড ধরে অনুভূত হয়েছে। এ সময় নগরীর প্রধান বাণিজ্যিক এলাকার দপ্তরগুলো থেকে কিছু লোককে সরিয়ে নেওয়া হয়।

জাতীয় দুর্যোগ সংস্থা এক বিবৃতিতে জানায়, সিয়ানজুড় এলাকায় বেশ কয়েকটি বাড়ি ও একটি মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে, যোগাযোগও বিঘ্নিত হচ্ছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে কর্মকর্তারা অনুসন্ধান চালাচ্ছেন।