কাতার বিশ্বকাপে উন্মোদনা ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে, পিছিয়ে নেই ঝালকাঠি, প্রিয় দলের ১০ মিটারের বিশাল পতাকা ও বিভিন্ন বাধ্য নিয়ে আনন্দ মিছিল করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।
রোববার বিকালে ঝালকাঠি শহরে আনন্দ মিছিল করছেন আর্জেন্টিনা সমর্থকরা।
পূর্বের ঘোষণা অনুযায়ী জার্সি গায়ে শহরের থানা মাঠে জড়ো হতে থাকেন সমর্থকরা। পরবর্তীতে মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের ফায়ার মোড়, পোস্ট অফিস রোড, ডাক্তার পট্টি, কাপুরিয়া পট্টি ও কুমারপট্টি সদর চৌমাথা সড়ক প্রদক্ষিণ শেষে থানা মাঠে গিয়ে শেষ হয় র্যালিটি।
দেখা গেছে, র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার আর্জেন্টিনার সমর্থকরা অংশ নিয়েছেন। আর্জেন্টিনার জার্সি গায়ে, পতাকা নিয়ে করছেন আনন্দ মিছিল।
আর্জেন্টিনার সমর্থক ঝালকাঠির মোঃ সাব্বির হোসেন রানা বলেন,‘আর্জেন্টিনা বরাবরই একটি জনপ্রিয় ফুটবল দল। তবে গত বিশ্বকাপের চেয়ে এবারের স্কোয়াড অনেক ভালো। এবারের বিশ্বকাপের ট্রফি লিওনেল মেসির হাতে উঠবে।’আমরা যারা আর্জেন্টিনা দলের সমর্থন আছি তারা প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালি করেছি। আশা করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের অনুপ্রেরণা দেওয়া হলে একদিন বাংলাদেশ ও বিশ্বকাপ খেলবে।
র্যালিতে অংশ নেয়া আরেক সমর্থক হৃদয় বলেন, আমাদের প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়াড় মেসিকে ভালোবেসে আনন্দ র্যালিতে এসেছি। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকায় এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা টিম বেশ উজ্জীবিত যা বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখবে।