ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, এপ্রিল ২০, ২০২৪ |

EN

নারায়ণগঞ্জ ৩০০ শয্যার হাসপাতালে আগুন

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২

নারায়ণগঞ্জ ৩০০ শয্যার হাসপাতালে আগুন
নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রাঙ্গণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডের বাইরে বিনষ্ট করার জন্য রাখা মেট্রেসে আগুন লেগে যায়। এসময় মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে যেতে থাকে। একই সঙ্গে ধোঁয়ায় রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার বলেন, হাসপাতালের বাইরে বিনষ্ট করার জন্য কিছু মেট্রেস রাখা হয়েছিল। এজন্য আমরা কমিটিও করেছিলাম। সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ড ঘটতে পারে।

তিনি আরও বলেন, আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের চিকিৎসা সেবা স্বাভাবিক আছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জাগো নিউজকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।