Can't found in the image content.
নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, অক্টোবর ৪, ২০২১
লন্ডনে
নানা রকম অপকর্মে জড়াচ্ছেন তারেক জিয়া। বিশেষ করে সাইবার অপরাধীদের দিয়ে বাংলাদেশ বিরোধী
অপপ্রচার করছে। তারেক জিয়া লন্ডনে একটি হাওয়া ভবন খুলেছে এবং সেই হাওয়া ভবনের মাধ্যমে
বাংলাদেশ বিরোধী অপতৎপরতা চালানো হচ্ছে। তাছাড়া, তারেকের সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী-জঙ্গিগোষ্ঠীর
যোগসাজশের খবর পাওয়া গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআই ইতোমধ্যে মন্তব্য করেছে যে,
তারেক জিয়ার সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর যোগাযোগ রয়েছে। আর এ রকম বাস্তবতায়
গতকাল বঙ্গবন্ধুর নাতনি এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের উপর হামলার ঘটনায় তারেক
জিয়া ফেঁসে যাচ্ছেন।
একাধিক
দায়িত্বশীল সূত্র বলছে, বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার এবং ভয় দেখানোর জন্যই
টিউলিপের উপর হামলা করা হয়েছে। এই হামলার পেছনে তারেকের একটি সন্ত্রাসী দল জড়িত ছিল,
এমন তথ্য নিশ্চিত পাওয়া গেছে।
এ
দিকে এ সন্ত্রাসী হামলার ঘটনায় যুক্তরাজ্য সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে। ইতোমধ্যে
টিউলিপ সিদ্দিকের সাথে হাউজ অব কমন্সের নেতা এবং অন্যান্যরা কথা বলেছেন। এ ঘটনায় আইনের
কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তারা। ইতোমধ্যে টিউলিপ সিদ্দিক বলেছেন,
এ সমস্ত ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।
উল্লেখ্য
যে, এর আগেও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অপতৎপরতা করেছিল তারেক জিয়া।
বিবিসির চ্যানেল ফোরের একজন রিপোর্টারকে ভাড়া করেছিল তারেক জিয়া এবং তাকে টিউলিপ সিদ্দিকের
বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। সেই রিপোর্টার একাধিক বার টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে কথা বলেছে।
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্রত্যেকটি নির্বাচনেই নানা রকম অপতৎপরতায় লিপ্ত রয়েছে তারেক
জিয়া। তবে একজন এমপির উপর হামলার ঘটনায় তারেক জিয়া আর পার পাবেন না বলে অনেকেই বলছেন।
এ হামলার ঘটনায় তারেক জিয়ার বিরুদ্ধে ব্রিটিশ সরকার কি ব্যবস্থা নেয়, সেটি এখন দেখার
বিষয়।